ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিগীষা মানবিক পার্টিতে যোগদানে চেয়ারম্যান নূর হোসাইন এর আহ্বান

www.sherebanglanews.net www.sherebanglanews.net
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিগীষা মানবিক পার্টিতে যোগদানে

চেয়ারম্যান নূর হোসাইন এর আহ্বান

 

বিশেষ প্রতিনিধি :

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিগীষা মানবিক পার্টিতে যোগদানে পার্টির চেয়ারম্যান নূর হোসাইন এর আহ্বান

জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৩ জানুয়ারি ২০২৫ ইং (সোমবার) বিকাল ৩ ঘটিকায় ঢাকার দৈনিক রুপবানী ভবনের হল রুম থেকে । জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন ( নূর এইচ ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রূপবাণী  পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, দৈনিক নতুন দিন পত্রিকার সম্পাদক ইদ্রিস আলী নান্টু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জিগীষা মানবিক পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান( হাইকোর্ট )। উক্ত আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জিগীষা মানবিক পার্টির শাখা  জিগীষা যুব মানবিক এর আহ্বায়ক মিনহাজুল আবেদীদন অনতু ও যুগ্ম আহ্বায়ক মো. মিজান হাওলাদার , নৌ শ্রমিক মানবিক এর আহ্বায়ক আব্দুল আলীম হীরা , মুক্তিযুদ্ধ প্রজন্ম মানবিক এর যুগ্ম আহ্বায়ক মো. আবু ইউসুফ , উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – সাংবাদিক নিপা বেগম, সাংবাদিক ঈদী আমীন এপোলো , নৌ শ্রমিক নেতা মো. লতিফ সহ অন্যান্য নেতাকর্মী ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীগণ , এ সময় বিশেষ অতিথি ফারুক আহমেদ বলেন যখন প্রয়োজন হবে পার্টির জন্য এই হল রুম উন্মুক্ত থাকবে এবং আমার সর্বাত্মক সহায়তা থাকবে ইনশাল্লাহ ,এ সময় বিশেষ অতিথি ইদ্রিস আলী নান্টু বলেন – আপনাদের জন্য সর্বসময় আমার দোয়া ও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান বলেন, নূর হোসাইন আগে থেকেই মানবিক কাজ করে আসছে আমি তা জানি এবং তার পক্ষেই সম্ভব মানবিক বাংলাদেশ গড়া এটা আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, নূর হোসাইন আমার সন্তানের মত সব সময় তার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ  ।

এ সময় জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান  নূর হোসাইন (নুর এইচ) বলেন, আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই। হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি।তিনি বলেন,  জিগীষা অর্থ জয় করার ইচ্ছা, আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই, তাই আমাদের পার্টির স্লোগান হবে ‘জয় মানবিক-জয় হোক মানবতার’

এ সময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে এডভোকেট সিদ্দিকুর রহমান (হাইকোর্ট ) কে আমি সমর্থন করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পদ আগামী কাউন্সিলের মাধ্যমে পাস করিয়ে নেয়া হবে এবং সকল পদ কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে , এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান প্রদান করবেন, সেখান থেকে যোগ্যদের মূল পার্টির বিভিন্ন পর্যায়ের  কমিটিতে আনবেন বলে তিনি জানান।

তিনি বলেন, গাছের ডাল পালা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় সকল পদ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে , তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে  মানবিক বাংলাদেশ গড়তে চাই, অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন ।

এ সময় জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আইনি সহায়তায়  বিশেষ অবদান রাখায় মিনহাজুল আবেদীন খান অনতুকে , নৌ শ্রমিক সুরক্ষায় বিশেষ অবদান রাখায়  আব্দুল আলীম হীরাকে , সফল উদ্যোক্তা ও আর্থ – মানবতার সেবায়  বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলাম সাগরকে ও মানবিক ব্যবসায়ী ও মানব সেবায় বিশেষ অবদান রাখায়  নুরুননবী  সুমনকে সম্মাননা স্মারক প্রদান করেছিলেন ।

আর এখন তিনি পার্টির সকল উপজেলা , জেলা, ওয়ার্ড ,ইউনিট কমিটি দেওয়ার কাজ এগিয়ে নিচ্ছেন তাই তিনি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিগীষা মানবিক পার্টিতে আগ্রহীদের যোগদানের আহ্বান জানিয়েছেন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: