দুমকি উপজেলার লেবুখালীতে নবনির্বাচিত জেলা বিএনপির সভা।
জাকির হোসেন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র দুমকিতে আগমন উপলক্ষ্যে লেবুখালী পায়রা পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ইমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃর্ধা,মো: মিজানুর রহমান সাবেক জেলা ছাত্রদলের সভাপতি, আশফাকুর রহমান বিপ্লব গাজী, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু প্রমুখ।
এসময় দুমকি উপজেলা বিএনপি ও সকল অংগসহযোগী সংগঠনের নেতা কর্মী, সমার্থকরা উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

