সৌদি আরবে বাংলাদেশ থেকে যারা হাজী হতে জান তাদের খেদমতকরার প্রধান উদ্দেশ্য। মোহাম্মদ জহির খানের।
নিজস্ব প্রতিনিধি:
মোঃ জহির খান যার জন্মস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও গ্রাম নুনের ট্যাগ পিতার নাম মোঃ আবুল হোসেন। থানা সোনারগাঁ ও জেলা নারায়ণগঞ্জ। তিনি ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলেন মুরুব্বিদের সব সময় সম্মান করে চলতেন। এইভাবে তার জীবন চলতে থাকে।
২০০৮ সালে একটি কোম্পানিতে চাকরি নিয়ে সৌদি আরবে চলে যান। চাকরি ফাঁকে ফাঁকে তিনি ভাবতেন আমার দেশের মানুষের জন্য আমি কিছু একটা করতে পারে কিনা। তিনি তখন বেছে নেন বাংলাদেশ থেকে আগত হাজীদের কিভাবে খিদমত করা যায়।
এইভাবে তিনি আস্তে আস্তে জড়িয়ে পড়েন হাজীদের খেদমতকাজে। কেউ যদি কোন রকম বিপদ অথবা যেকোনো অসুবিধায় পড়তেন তিনি ছুটে গিয়ে তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান করতেন। এবং বয়োজ্যেষ্ঠ যাদের তাদের গোসল করানো উজুকরানো খাইয়ে দেওয়া সব দিকে তিনি খেয়াল রাখতেন তিনি ভুলে গিয়েছিলেন এক সময় যে তিনি একটি কোম্পানিতে চাকরি করেন।
কোম্পানি তখন তাকে বদলি করে দেয় মদিনায়। সেখানে গিয়েও তিনি থেমে থাকেননি। সেই ভাবেই যারা বাংলাদেশ থেকে আজি ওদের সৌদি আরবে যান তাদের খেদমত তিনি করেই যান। তার কাছে মুঠো ফোনেজিজ্ঞাসা করা হলে তিনি জানান আমার দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ থেকে হাজার হাজার হাজী হতে সৌদি আরবে আসেন। তাদের জন্য আমি যদি একটু খেদমত করতে পারি এর চেয়ে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। তিনি আরো বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা এইভাবে মানুষের খেদমত করতে পারি পরম করুন আমার আল্লাহতালা সেই তৌফিকটুকু দান করেন। যদি সৌদি আরবে বাংলাদেশ কোন হাজীদের প্রয়োজন হয় তাহলে উনার মোবাইল নাম্বারে ফোন করলেই তিনি ছুটি আসবেন। মোবাইল নাম্বার0583670486 তিনি যতই কাজ থাকুক না কেন যে কোন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    