ইউনিটি ফর ইয়ং জার্নালিস্টস্ মানব জীবন,ও মানব জীবন ডট কম এর উদ্যোগে ডিজিটাল সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রতিনিধি:
২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা এবং ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শাহবাগ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিভিন্ন জেলা ও উপজেলার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে দেশ বরেণ্য সম্মাননা ২০২৫ ও আলোকিত নারী সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, মুখ্য আলোচক ছিলেন- একুশে পদক প্রাপ্ত নজরুল সংগীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, ঢাকা ৭ আসনের এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসেন, জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারজানা করিম,জনপ্রিয় উপস্থাপক – লায়ন এম আলমগীর ও গৃহ সুখন এর চেয়ারম্যান রীমা জুলফিকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার -নাসির উদ্দিন, মানবজীবন ডট কম এর সম্পাদক ও সংগঠনের মহাসচিব ইমদাদুল হক তৈয়ব ও কোষাধক্ষ্য আর কে মন্ডল,স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক,সাংবাদিক রাবেয়া সুলতানা।
আলোচনা শেষে গুণীজন ও প্রশিক্ষনার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

