মিরপুর প্রেস ক্লাবের উদ্যেগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন
বিশেষ প্রতিনিধি:
মিরপুর প্রেস ক্লাবের উদ্যেগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় মিরপুর প্রেস ক্লাবের কার্যলয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার মিরপুর প্রেস ক্লাবের উদ্যেগে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহসভাপতি মারুফ হায়দার, মোঃ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আব্দুল করিম রনি, কায্যনির্বাহী সদস্য নুর হোসাইন , মোঃ রানা, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজাসহ আরো অনেকে। উল্লেখ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে দল-মত নির্বিশেষে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

