গাজীপুরে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের ফুলবাড়িয়া চা বাগানে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহযোগিতায় একবার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের সম্মানার্থে আয়োজিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক প্রেস
ক্লাবের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলী বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড একটি মানবিক সংগঠন। আন্তর্জাতিক প্রেসক্লাব সবসময়
তাদের পাশে রয়েছে। আমরা একত্রিত হয়ে সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং একটি মানবিক বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন.আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা
প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সবসময় সমাজের নিপীড়িত মানুষের পাশে রয়েছি। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীর সহযোগিতায় আমরা চিরকৃতজ্ঞ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের সকলের উচিত দরিদ্র ও সীমাহীন মানুষের পাশে থাকা। মানুষের সেবা একটি ইবাদাত। শীতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, “বাংলাদেশ
ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড একটি আদর্শ মানবিক সংগঠন, যা সবসময় সমাজের নিপীড়িত মানুষের পাশে রয়েছে। যে কারনে বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাব সবসময় তাদের সকল কাজে সহযোগীতা অব্যহত রেখেছে। অনুষ্ঠান সঞ্চালনা
করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। তিনি বলেন, “যতই বিপদ আসুক, আমরা সকলে সন্মলিত ভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিনারা বেগম, গাজিপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ শাহিনুর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল আজিজ প্রধান। শ্রমজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছিলেন মোঃ আরমান, মোঃ ইমরান হোসেন প্রমুখ। দিনব্যাপী আয়োজন করা বনভোজন ও আনন্দ ভ্রমণে শতাধিক শ্রমজীবী মানুষ করেন।অংশ গ্রহণকারীরা নিজেদের রান্না করা খাবার ভাগাভাগি করে খেয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করেন।