মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ হতে ২ জন মাদক ব্যবসায়ীকে ৯৮৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-২
নূর হোসাইন :
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (২৯) ও ২। মোঃ আকাশ (২৪) দ্বয়কে ৯৮৮ পিচ ইয়াবা মাদকসহ অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ গ্রেপ্তার করেছে র্যাব-২। অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৯/২০২৫ ইং তারিখ বিকালে উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী ১। মোঃ ইকবাল (২৯) ও ২। মোঃ আকাশ (২৪) দ্বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামি ১। মোঃ ইকবাল (২৯) তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৫৮৮ (পাঁচশত আটাশি) পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট ও আসামী ২। মোঃ আকাশ (২৪) তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৪০০ (চারশত) পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক প্রায় ৩,০০০০০/- (তিন লক্ষ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন
খান আসিফ তপু সিনিঃ সহকারী পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

