চাঁপাইনবাবগঞ্জে পৌর মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল, ২নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকাল ৫ টায় হুজরাপুর এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া, আহবায়ক, জেলা বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখা

সভায় সভাপতিত্ব করেন মোছা. দিলশাদ বেগম মিমি, সিনিয়র সহ সভাপতি, জেলা মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ শাখা।
এবং সঞ্চালনা করেন জনাব মো. আব্দুস সালাম,সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।
কর্মী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সঞ্চার করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

