সাভারের আশুলিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ
বিশেষ প্রতিনিধি :
ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর মধ্যপাড়া এলাকার মৃত শহীদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া মোঃ ফজলউদ্দিনের কিশোরী মেয়ে খুশি আক্তার (১৩) মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছে। এ বিষয়ে খুশির মা মিষ্টি বেগম জানান, “আমার মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে বাইরে বান্ধবীর কাছ থেকে বই আনতে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। খোঁজ নিতে গিয়ে জানতে পারি, গাজীপুরের কোনাবাড়ি এলাকার এক বখাটে আরিফুল তাকে তুলে নিয়ে গেছে। তবে আমরা তার পূর্ণ ঠিকানা জানি না।” স্থানীয় বাসিন্দা আবিদা বেগম, নাজমিন আক্তার ও তিথি জানান, “আমরা খুশি আক্তার কে আরিফুল কে নিয়ে যেতে দেখেছি। তবে আরিফুল আমাদের পরিচিতি নন। দেখলে তাকে চিনতে পারি।”তার মোবাইল নাম্বার ০১৩৪৫৩৮১৯২৩। নিখোঁজ কিশোরীর

পরিবার অভিযোগ করে বলেছে, “আমাদের মেয়েকে যেন দ্রুত উদ্ধার করা হয়, এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”এ বিষয়ে খুশির বাবা মোঃ ফজলউদ্দিন অনুরোধ করে বলেন , আমার মাত্র ১৩ বছরের স্কুল পড়ুয়া মেয়ে খুশিকে “যদি কেউ আমার মেয়ের সন্ধান পান, তাহলে দয়া করে
এই নম্বরে যোগাযোগ করুন: ০১৮৪০-৭৫৭৬৩৫।”০১৮৯৬২২৮৫৯৮
ঠিকানা: হাজী মাসুদ পাভেজ, নিশ্চিন্তপুর মধ্যপাড়া, আলমগীর মণ্ডল মার্কেট,
আশুলিয়া, ঢাকা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

