গণঅভ্যূত্থানের চেতনা বাস্তবায়নে দেশে প্রত্যাশিত সংস্কার অপরিহার্য: বিআরপি
নিজস্ব সংবাদদাতা:
গণঅভ্যূত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশে এখন প্রত্যাশিত সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পরও জনগণ এখনো প্রত্যাশিত সংস্কারের বাস্তব সুফল পাচ্ছে না।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুরে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান সোহেল রানা বলেন,
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা ইতিবাচক হলেও জনগণের কাছে সংস্কারের পূর্ণ সুফল পৌঁছাতে আরও সময় লাগছে।
দলটির মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার পতনে তরুণদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এখন প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে, নইলে রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে শহীদদের রক্ত বৃথা যাবে।

সভায় সভাপতিত্ব করেন নূরুল হক এবং সঞ্চালনা করেন সৈয়দ ওয়াসিম রেজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, শেখ আব্দুল কাদির কাজল, সোহাগ মোহাম্মদ সজিব খানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

